ওসমানীনগর প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে দশ বছর পর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
রবিবার (২৬ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে শফিকুর রহমান চৌধুরীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঘোষণা পর ওসমানীনগরে নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দের উল্লাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নৌকা প্রতীকের সমর্থনে আনন্দ মিছিল করেন।
এ আসনে শফিকুর রহমান চৌধুরীসহ ক্ষমাতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন আরো ৭ জন। তবে শেষ পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবম জাতীয় নির্বাচনে বিএনপির হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করে করে নির্বাচিত হওয়া শফিকুর রহমান চৌধুরীর উপরই আস্তা রাখলেন।
এর আগে ২০০৮ সালের নবম জাতীয় নির্বাচনে সিলেট-২ আসনে কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীকে পরাজিত করে বর্তমান সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী জয় লাভ করেন।
পরে বিগত দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের কারণে আওয়ামী লীগের প্রার্থী অংশ না নেয়ায় আসনটি জাপা ও গনফোরামের দখলে চলে যায়।
উল্লেখ্য, সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে আসনটি গঠিত। যার ভোটার সংখ্যা ৩ লক্ষ ৪৪ হাজার ৭শ ৪০ জন ।
