ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে প্রবাসীদের অর্থায়নে মসজিদের পূর্ণনির্মান কাজ সম্পন্ন করতে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) উপজেলার উমরপুর ইউনিয়নের উত্তর খাদিমপুর জামে মসজিদ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হেকিম, সাদ আলী, ছানু মিয়া, খলিল মিয়া, রফু মিয়া, কয়েছ মিয়া, রেজওয়ান নুর, লাল মিয়া, দুদু মিয়া, ফয়ছল মিয়া, কয়ছর মিয়া, সাজ্জাদ মিয়া, আমির ইসলাম সিতু, জিতু মিয়া, জাহিদুল হক, লালন মিয়া, সায়েম আহমদ, জহির আলীর অর্থায়নে ও গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় মসজিদ পূর্ননির্মাণ কাজ চলমান রেখেছেন প্রবাসীরা।
উত্তর খাদিমপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আজাদ মিয়ার সভাপতিত্বে ও মসজিদের মোতাওয়াল্লি মিন্টু মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী মিনার আলী,জলিল আহমদ রফু, রেজওয়ান নুর, হাজী মিজান আলী, আমির ইসলাম সিতু, বিশিষ্ট মুরব্বি হাজী মো: ফারুক মিয়া, সমাজসেবক শওকত আহমদ সায়মন।
প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তরা বলেন, আত্মীয়স্বজন বাবা-মা-স্ত্রী-সন্তানের ভালোবাসাকে উপেক্ষা করে হাজার মাইল দূরে থেকে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রেখেছেন আমাদের রেমিট্যান্স যোদ্ধারা। বর্তমান প্রজন্মের অনেক প্রবাসী দেশে আসতে চাইলে অনেক ক্ষেত্রে অত্মীয়স্বজন ও পরিচিতদের কাছ থেকে তেমন উৎসাহ পান না। উত্তর খাদিমপুর জামে মসজিদের র্পর্ণনির্মান কাজসহ বিভিন্ন জনকল্যাণমূলক ও ধর্মীয় কর্মকাণ্ডে প্রবাসীদের বিশাল অবদান রয়েছে। এভাবে যেন সবসময় প্রবাসীদের সু-দৃষ্টি দেশের উন্নয়ন কাজে চলমান থাকে।
এসময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ আব্দুল কাহার, সেফু মিয়া, মোহাম্মদ আব্দুল সালাম, রায়হান আহমদ, মাওলানা আবু বক্কর, প্রবাসী নাজিম মিয়া, আব্দুল আলিম, টিকাদার আনহার মিয়া, মসজিদের সহকারী ইমাম মোহাম্মদ ছাইদ আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গরা।
সভা শেষে দেশ ও প্রবাসের অবস্থানরত সবার মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন মসজিদের সহকারী ইমাম মোহাম্মদ ছাইদ আহমদ।
