বুধবার (২২ নভেম্বর) রাতে উপবন এক্সপ্রেসের অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি।
এসময় সাংবাদিকদের তিনি বলেন, ‘এখনও পর্যন্ত আমরা যা দেখলাম, তাতে অবশ্যই নাশকতা। এবং এটা আবার অগ্নি সন্ত্রাসের আরেকটা রুপ। যারাই এটা করেছে একটা রাজনৈতিক দল, বিএনপি জামায়াত রাজনৈতিক দল তারা হরতাল অবরোধের নামে নাশকতা করছে। তারা রাষ্ট্রীয় সম্পদ রেল ক্ষতিগ্রস্থ করছে, জনগণকে হয়রানি করেছ। আমরা তাদেরকে ধরে দ্রুত আইনের আওতায় নিয়ে আসবো।’
এরআগে বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসের একটি ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, ট্রেনটি ঢাকার উদ্দেশে রাত সোয়া ১১টায় ছেড়ে যাওয়ার কথা। এজন্য আগে থেকেই ডক ইয়ার্ড থেকে এনে প্রস্তুত রাখা হয়। এমন সময় একটি এসি কম্পার্টমেন্টে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
