বিশ্বনাথ প্রতিনিধি : উন্নয়নে বিশ্বাস করি বলেই দীর্ঘ পাঁচ বছরে মানুষের সুঃখ দুঃখের সাথী হয়ে কাজ করেছি। আজকাল সত্যের লড়াইয়ে কেউ থাকেনা, স্বার্থকে প্রাধান্য দেয়। অনিয়ম দূর্নীতি ও সিন্ডিকেটকে মোকাবিলা করা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিলেট-২ বিশ্বনাথ ওসমানীনগরের সংসদ সদস্য মোকাব্বির খান এমপি।
গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু সেখর দত্ত'র সভাপতিত্বে ও আবদুল হাই'র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ কলেজের উপাধ্যক্ষ মহী উদ্দিন, সাংবাদিক তাপস দাস পুরকায়স্থ, সুনীল দে চৌধুরী, মিছবাহ উদ্দিন চৌধুরী, ওয়ারিছ আলী।
এসময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।