কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে পাথর বুঝাই গাড়ি আটকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন সহ অজ্ঞাতনামা ১০/১২ জন নেতাকর্মীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী পাথর ব্যবসায়ী তোফাজ্জল হোসেন রাজু বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোর সকালে এ ঘটনা ঘটে।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, ভোলাগঞ্জের মেসার্স মায়ের দোয়া ওয়াশিং প্লান্ট-১ থেকে ৪৭৬ ফুট সিঙ্গেল (নুড়ি পাথর) ক্রয় করে সিলেটের বিশ্বনাথের উদ্দেশ্যে পাঠাই। সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ইসলামপুর ফুয়েল পাম্পের সামনে গাড়িটি পৌঁছালে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন সহ ১০/১২ জন ব্যক্তি দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে গাড়ির গতিরোধ করেন। এরপর গাড়ি চালককে টেনে হেচড়ে ড্রাইভিং সিট থেকে নামিয়ে শাহ আলম স্বাধীন ড্রাইভারের ব্যাক্তিগত মোবাইল ফোন কেড়ে নিয়ে আমাকে ফোন দিয়ে বলে এই ট্রাকটি আটক করেছি। ছাড়িয়ে নিতে চাইলে এক লক্ষ টাকা দিতে হবে নইলে ট্রাকটি পুড়িয়ে ফেলব। পরে সেখানে আমি পৌঁছামাত্র বিবাদীর হাতে থাকা চাকু দেখিয়ে বলেন, বাঁচতে চাইলে এক লক্ষ টাকা চাঁদা দিয়ে দে। আমি নিরুপায় হয়ে নগদ ৮,৫০০ টাকা এবং তাদের ০১৬২২৪৯৫৮৯৩ নাম্বারে বিকাশে ৭,৫০০ টাকা সহ সর্ব মোট ১৬,০০০ টাকা দেই। এর আধাঘন্টা পর আবার শাহ আলম স্বাধীন বর্ণি পয়েন্টে ট্রাকটি আটক করে আবারও চাঁদা দাবী করে। পরবর্তিতে উপস্থিত কয়েকজনের মধ্যস্থতায় ট্রাকটি ছেড়ে দেন।
অভিযোগকারী রাজু বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ পরিচয় দিয়ে ১০/১২জন সিঙ্গেল পাথর বুঝাই আমার ট্রাকটি আটক করে। পরে ১৬ হাজার টাকা দিয়ে আমার গাড়িটি ছাড়িয়ে নেই। টাকা লেনদেনের ডকুমেন্টস আমার কাছে সংরক্ষিত রয়েছে।
অভিযুক্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীনের 01711959106 মোবাইলের যোগাযোগ করা হলে পাওয়া যায়নি।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ওমর আলীর বলেন, রাতে সাদাপাথর থেকে নৌকায় করে পাথর চুরি হয় শুনে আমরা ভোলাগঞ্জ এলাকায় রাতে যাই। সেখানে গিয়ে দেখি পুলিশের তৎপরতায় পাথর চুরি করতে পারছে না কেউ। এ সময় ২টি নৌকাও আটক করে পুলিশ। সকালে একটি গাড়ি আটক করা হয়। পরে সেটা ছেড়ে দেওয়া হয়েছে। তবে টাকা লেনদেনের বিষয়টি তিনি অস্বীকার করেন।
এ ব্যাপারে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজকে একাধিক ফোন দিলেও রিসিভ করে নাই।
ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় বলেন, চাঁদাবাজি করার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।