নিজস্ব প্রতিবেদক : দেশে অসৎ আমলা, ব্যবসায়ী সিন্ডিকেট ও দূর্নীতিবাজরা সাধারণ মানুষকে জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এদের বিরুদ্ধে বিশেষ ট্রাইবুনাল গঠন করে বিচার করা উচিত। স্বাধীনতা বিরোধীদের বিচার হয়েছে কিন্তু কেন দুর্নীতিবাজ এর বিচার হবে না? এমন প্রশ্ন রাখেন তিনি।
তিনি আরও বলেন,জনগণের অধিকার নিশ্চিত করতে একজন সেবক হিসেবে আজীবন কথা বলবো। প্রধানমন্ত্রী বলেছেন ভোট চোর হই তাহলে বিএনপি ভোট ডাকাত। তাহলে তিনি স্বীকার করেছেন এজন্য ধন্যবাদ দেন মোকাব্বির খান।
বুধবার (৩০ আগষ্ট) রাতে ওসমানীনগর উপজেলার (পশ্চিম খাইয়াখাইড়) নতুন বাজার গ্রামবাসীর উদ্যোগে মসজিদ মাঠে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
খাইয়াখাইড় মকরম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মকরম আলীর সভাপতিত্বে মাওলানা শিব্বির আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন নুনু মিয়া, পশ্চিম পৈলানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌধুরী গোলাম রব্বানী সুমন, কমিউনিটি নেতা শাহীনুর পাশা ও গ্রামবাসীর পক্ষে বক্তব্য রাখেন, সমাজসেবক তখলিছ আলী, জমির আহমদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, মসজিদের মোতাওয়াল্লী ইউনুস আলী, লুতফুর রহমান, ইছই মিয়া, আখন মিয়া, চেরাগ আলী, আবদুল খালিক, হিরা মিয়া, ছালিক মিয়া প্রমুখ।