নিজস্ব প্রতিবেদক : সিলেটে সাড়ে ১৫ হাজার পিচ ইয়াবাসহ ৩ জনকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার (৩০ আগষ্ট) বিকেলে নগরির পীর মহল্লায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন এলাকার মৃত জাবেদ আলীর ছেলে আজির উদ্দিন (৩০), সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর গ্রামের মৃত মোজাম্মিল আলীর ছেলে মাহবুবুর রহমান (৪৫), ও সুনামগঞ্জ জেলার জাহাঙ্গীনগর এলাকার শফিকুল ইসলামের ছেলে রাসেল আহমদ (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩০ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে সিলেট মহানগরীর পীর মহল্লা আবাসিক এলাকার প্রভাতী ৪১/সি বাসায় অভিযান চালিয়ে ১৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। সময় তাদের কাছে থেকে ইয়াবা বিক্রীর নগদ ৫০ হাজার টাকা ও রশিদ বই জব্দ করা হয়েছে।
এবিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।