জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সদস্য মো.সাজ উদ্দিন সাজু'র বাংলাদেশ ক্যাডেট কলেজে চাকুরী লাভ হওয়ায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
সোমবার (২৮ আগস্ট) সীমান্ত মিডিয়া লাইন এন্ড একাডেমীর কার্যালয়ে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের সঞ্চালনায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল এর সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম ও জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মুহিবুল হক৷
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজওয়ান করিম সাব্বির, শোয়েব উদ্দিন, মো. শুয়াইবুর রহমান, রাসেল মাহফুজ, বিলালুর রহমান, সংবর্ধিত সদস্য মো. সাজ উদ্দিন সাজু ৷