নিজস্ব সংবাদদাতা : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সেফটিক ট্যাংঙ্কে পড়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রোববার (২ জুলাই) উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- হাজীপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে হাসান মিয়া (৪) ও মেয়ে হাবিবা বেগম (২)।
টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক ও মেম্বার জুনাব আলী জানান, সকালে পরিবারের লোকজনের অজান্তে ২ ভাইবোন ঘরের পেছনের সেফটিক ট্যাঙ্কে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের না পেয়ে খোঁজ করার এক পর্যায়ে সেফটিক ট্যাঙ্কের একাংশ ভাঙা দেখে তাদের সন্দেহ হয়। সাথে সাথে ট্যাঙ্কের উপরের অংশ ভেঙে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত ভাই বোনের নানা সাইফ মিয়া ও চাচা সেলিম আহমদ জানান, তারা অসাবধানতাবশত সেফটিক ট্যাঙ্কে পড়ে যায়। এ নিয়ে কারো বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রতন দেবনাথ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।