আলোচিত সিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জে ঘুরতে এসে নদীতে সাঁতার কাটার সময় আব্দুস ছালাম (২৩) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তিনি রাজধানী ঢাকার মিরপুর-১১-এর বাসিন্দা।
আজ রোববার উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিস নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
নিখোঁজ ব্যক্তির সঙ্গে বেড়াতে আসা মো. সাজ্জাদ হোসেন শাহিন বলেন, ঢাকার মিরপুর থেকে ছয়জন সাদা পাথর বেড়াতে আসেন। সেখানে তাঁরা সবাই নদীতে গোসল করতে নামেন। এ সময় তাঁরা দুজন নদী সাঁতরে পার হওয়ার সময় পানির প্রবল স্রোতে ছালাম নিখোঁজ হন।
আজ রোববার সন্ধ্যা ৬টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়। তিনি বলেন, ফায়ার সার্ভিসকে নিয়ে উপজেলা ও পুলিশ প্রশাসন নিখোঁজ পর্যটকের সন্ধানে কাজ করছে। তবে এখনো তাঁকে পাওয়া যায়নি।