গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে দিনদুপুরে এক ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ১ টার দিকে বাঘা ইউনিয়নের ইউপি সদস্য শামিম আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইউপি সদস্য শামিম আহমদ বলেন, আমি শহরে আমার দোকানে ছিলাম। আমার পরিবারের বাকি সদস্যরা বেড়াতে গিয়েছেন। বাড়িতে আমার বড় ছেলে (১২) ছিল। দুপুর ১ টার দিকে সে পাশের বাড়িতে ঘুরতে গিয়ে ছিল। এই সুযোগে কে বা কারা ঘরে ঢুকে সকেস ও আলমিরা ভেঙ্গে নগদ দুই লক্ষ টাকা ও ৬ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব। ঘটনাটি পরিদর্শন করার জন্য পুলিশ পাঠিয়েছি।