মামলায় ভুইগাঁওয়ের মোস্তফা বক্সের ছেলে ছালিক বক্স (৪০) ছাড়াও আসামি করা হয়েছে মানগাঁও গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে হাসানুল বারী সানী (৩৫) ও সোনাপুর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে মো. সাইফুর রহমানকে (৩২)। এদিকে ঘটনার স্থিরচিত্র ও ভিডিও করে ওই নারীকে আবার ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঈদের দিন মৌলভীবাজার শহরের এক নারী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। বাসায় ওই নারীকে রেখে ব্যবসায়ী আত্মীয় বাজারে তাঁর দোকানে যান। রাতে ওই নারী বাসায় একা থাকার সুযোগ নিয়ে ছালিক বক্স সহযোগীদের নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ওই সময় ছালিক বক্স ও হাসানুল বারী সানী ওই নারীকে ধর্ষণ করেন। সাইফুর রহমান ধর্ষণে সহায়তা করেন।
মামলার এজাহার সূত্রে আরও জানা যায়, আসামিরা ওই নারীর বিবস্ত্র ছবি ও ভিডিও ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এগুলো ছড়িয়ে না দেওয়ার শর্তে ২ লাখ দাবি করেন তাঁরা। পরে ৫০ হাজার টাকা দেন ওই নারীর আত্মীয়। গতকাল সোমবার এ ঘটনায় ওই নারী বাদী হয়ে মামলা করেন।
কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক এ বিষয়ে বলেন, মামলার আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে কুলাউড়া থানার পুলিশ। এই নারীকে মেডিকেল পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
সূত্র : আজকের পত্রিকা