বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া সিলেটে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এখন পর্যন্ত ১০০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান পেয়েছেন ৬০ হাজার ১৮৬টি ও লাঙ্গল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ২২ হাজার ৯১৮টি ভোট।