নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে পুনরায় বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আজাদুর রহমান আজাদ।
বুধবার (২১ জুন) সিলেটে সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
আজাদুর রহমান আজাদ মোট চারটি কেন্দ্রে ৩ হাজার ১৩৬ ভোট পেয়েছেন। তাঁর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিঠু তালুকদার রেডিও প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮১৬ ভোট।
এ নিয়ে কাউন্সিলর পদে আজাদুর রহমান আজাদ পঞ্চমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হলেন।