গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে চন্দ্রনাথ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে প্রজ্ঞা মেধামূল্যায়ন পরীক্ষায় (২০১৮) ১ম স্থান অর্জনকারী ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ায় প্রয়াস দেবনাথ অন্বয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার (২১মে) গোলাপগঞ্জের ধারাবরস্থ চন্দ্রনাথ পল্লীর আঙ্গিনায় আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিকুঞ্জ চন্দ্রনাথের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক অজামিল চন্দ্রনাথের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকাদক্ষিন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফজলে রাব্বি, ছাত্রযুব ঐক্য পরিষদ গোলাপগঞ্জ উপজেলা শাখা সভাপতি অমল কান্তি দাস, হিন্দু পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক শান্ত দাস।
বক্তব্য রাখেল সাংবাদিক খালেদ হোসেন, ইউপি সদস্য ও সাংবাদিক মাহমুদুল হাসান বাচ্চু, ঢাকাদক্ষিন হলিসিটি স্কুলের সহকারী শিক্ষক রেহান উদ্দিন, সংবর্ধিত প্রয়াস দেবনাথ অন্বয়, তার বাবা ও মা বক্তব্য রাখেন।
উপস্থিন ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রয়াস দেবনাথ অন্বয়কে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান উপস্থিত অতিথিবৃন্দ।