জৈন্তাপুর প্রতিনিধি : রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগ কর্তৃক সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির অংশ হিসাবে জৈন্তাপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (২২ মে) বিকেল ৪টায় উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে স্টেশন বাজার এলাকা হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন শেষে বাস স্টেশন সংলগ্ন শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদের সভাপতিত্বে, পথ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক নিপেন্দ্র কুমার দাস, আব্দুর রাজ্জাক রাজা,কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হক, তথ্য গবেষণা সম্পাদক ও চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, বন ও পরিবেশ সম্পাদক মকবুল আলী মঙ্গল, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি ফয়েজ আহমদ, উপজেলা কৃষক লীগ আহবায়ক আব্দুল মান্নান, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আবুল হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক রহমত আলী, দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন মড়া, চারিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম মারুফ আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, আওয়ামী লীগ সদস্য সোহেল রানা, জাকারিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল, আব্দুল মতিন শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনজুর এলাহী সম্রাট, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক কয়ছর আহমদ, শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
এছাড়া বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।