জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে জাতির জনক বঙ্গবন্ধুর 'জুলিও কুরি' শান্তি পদক পাওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে চিত্ররাঙ্গন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো.জুলহাস মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।
প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জীবন আদর্শ লালন করে আমাদের নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের-কে আরও এগিয়ে যেতে হবে। শেখ হাসিনা সরকার একটি মেধাবী জাতি ও সমৃদ্ধশালী দেশ গঠনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, ছাত্র-ছাত্রীদের প্রকৃত শিক্ষা অর্জন করে ভবিষ্যতে একটি সুন্দর দেশ বির্নিমানে ভুমিকা রাখবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাদবময় বিশ্বাস, জৈন্তাপুর মডেল থানার সাব-ইন্সপ্রক্টর শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহ মিফতাহুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী, নুরুল ইসলাম, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, লামনীগ্রাম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল কাদির, উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুলাল চৌধুরী, খরিলহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন শামীম।
