গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) বাদ আসর ঢাকাদক্ষিণ দারুল উলুম হোসাইনিয়া মাদরাসার হলরুমে নগদ অর্থ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সদস্য মাও. ফয়ছল আহমদের সভাপতিত্বে ও বাংলাদেশ পরিচালনা কমিটির সদস্য নোমান মাহফুজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ৷
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সহ অর্থ সম্পাদক জাবেদ মাহবুব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, ঢাকাদক্ষিণ দারুল উলুম হোসাইনিয়া মাদরাসার মুহতামিম মুফতি জাকারিয়া, রাজনীতিবীদ আব্দুল ছায়াদ, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সদস্য, সাবেক ইউপি সদস্য সেলিম আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী আক্তার হোসেন লাল মিয়া, ঢাকাদক্ষিণ বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি খায়রুল আমিন মাহমুদী, ঢাকাদক্ষিণ বাজার বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, রাজনীতিবীদ দেলোয়ার হোসেন, মুহিব হোসেন, ইউপি সদস্য আব্দুর রউফ, ক্বারী মোখতার আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের দেশের প্রতিনিধি দেলোয়ার হোসেন জিলু, ফয়জু আহমদ, তামিম আহমদ, জাবেদ আহমদ, মুমিত আহমদ, মাহমুদুল হক, তারেক আহমদ খন্দকার, রাজু আহমদ, জাবেদ খান।
এসময় ১২ জন এতিম মাদ্রাসা ছাত্রসহ ১৫৭ জন অসহায় মানুষের মাঝে নগদ এক হাজার টাকা করে ১লাখ ৫৭ হাজার টাকা বিতরণ করা হয়। পরবর্তীতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।