আলোচিত সিলেট ডেস্ক : সিলেট শহরতলীতে নিজের শিশুপুত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে রতন মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে। নিহতের নাম মো. রাব্বি (৪)।
সোমবার (১৭ এপ্রিল) সকাল ৮টায় বিমানবন্দর থানার বাউরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, এ দিন সকালে রতন মিয়া ছেলেকে বাড়ির পুকুরে নিয়ে গোসল করান। এরপর খাবার খেতে দেন। খাবার খাওয়ার পর হঠাৎ দা দিয়ে কুপিয়ে চার বছর বয়সী শিশুটিকে খুন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন শিপন।
তিনি বলেন, “অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। হঠাৎ কেন নিজের শিশুসন্তানকে খুন করলেন এ ব্যাপারে রতন মিয়া পরিষ্কার করে কিছু বলছেন না। এ ব্যাপারে তদন্ত চলছে।”