বৃহস্পতিবার (১৩ এপ্রিল) গোলাপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার এসআই লুৎফুর রহমানসহ পুলিশের একটি টিম সিলেট-জকিগঞ্জ মহাসড়কে হিলালপুর এলাকায় কালভার্টের কাছে থেকে একাধিক মামলার পলাতক ও পরোয়ানাভূক্ত আসামি ছয়ফুল মিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন গোলাপগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম।
তিনি জানান, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় ডাকাত ছয়ফুল ইসলামের গোলাপগঞ্জ, রাজনগর, মৌলভীবাজার সদর, কুলাউড়া, বিয়ানীবাজার, বড়লেখাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া সে আরও কয়েকটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি।