গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের রুমের তালা ভেঙে নগদ টাকা ও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১২ এপ্রিল) তারাবির নামাজের সময় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি উত্তরপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। এঘটনায় ওই দিন রাতে ভুক্তভোগী ইমাম হাফিজ মাও. হুসাইন আহমদ বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, গতকাল বুধবার রাত ৮টায় ফুলবাড়ি উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন তারাবির নামাজের জন্য নিজেদের রুমের দরজার তালা বন্ধ করে মসজিদে চলে যান। তারাবির নামাজ শেষ করে ইমাম রুমের সামনে এসে দেখেন দরজার তালা ভাঙা। তখন তিনি সাথে সাথে মুসল্লীদের বিষয়টি অবগত করেন। মুসল্লীদের সাথে নিয়ে রুমের ভিতরে প্রবেশ করে দেখেন কাপড়চোপড় সবকিছু এলোমেলো অবস্থায় রয়েছে। এরপর কাটের ড্রয়ার ও বাক্স খুলে দেখেন মসজিদের ও নিজের প্রায় ৬৫,৯৫০ টাকা চুরি হয়ে গেছে। সাথে প্রায় ২০ হাজার টাকা মূল্যের দুটি মোবাইল ফোনও চুরি হয়ে যায়।
ভুক্তভোগী ইমাম হাফিজ মাও. হুসাইন আহমদ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য উপপরিদর্শক মহরম আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।
