গোলাপগঞ্জ প্রতিনিধি : দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি'র ৯০ বৎসর পূর্তি উদযাপনের লক্ষ্যে চলছে ব্যাপক প্রস্তুতি।
এ উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আগামী ২৬ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭ টায় সানরাইজ পার্টি সেন্টারে এক ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১৯৩৪ সালে দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এমসি একাডেমি প্রতিষ্ঠা লাভের পর থেকে লাখো আলোকিত মানুষ জন্ম দিয়েছে। শুধু বাংলাদেশে নয়, বর্হিবিশ্বে এমসি একাডেমির শিক্ষার্থীরা নিজ যোগ্যতার বলে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছেন। এমসি একাডেমি এখন শতবর্ষের ঐতিহ্যের স্মারক, আর মাত্র এক দশক পর এ প্রতিষ্ঠানটি শতবর্ষে পদার্পন করবে।
এদিকে এমসি একাডেমি প্রতিষ্ঠার ৯০ বৎসর ও শতবর্ষ উদযাপনে লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে দেশে-বিদেশে চলছে ব্যাপক প্রস্তুতি। বিশেষ করে এমসি একাডেমির ৯০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। ঐ সব কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আগামী ২৬ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টায় সানরাইজ পার্টি সেন্টারে অনুষ্ঠিত হবে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে এমসি একাডেমির ৯০ বছর পূর্তি অনুষ্ঠান জাকজমক ভাবে পালনের লক্ষ্যে আলোচনা করা হবে বলে প্রাপ্ত সূত্রে জানা যায়।
এতে এমসি একাডেমীর প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন এমসি একাডেমীর প্রাক্তন জিএস ও গভর্নিং বডির একাধিক বারের সদস্য ওয়েছুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, প্রাক্তন শিক্ষার্থী পৌর কাউন্সিলর এম, ফজলুল আলম, এমসি একাডেমীর সাবেক জিএস ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট সমাজসেবী আর্জমন্দ আলী প্রমুখ।
