বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) গোলাপগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি কামাল আহমদ।
গণমাধ্যমে শুক্রবার পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- ঈদ-উল-ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদ-উল-ফিতর। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের, খুশির দিন। তাই এই আনন্দ ও খুশির দিনে সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা 'ঈদ মোবারক।'
তিনি বলেন- ঈদে যারা বাড়ি ফিরবেন তাদের যাত্রা পথ যেন নিরাপদ হয় এই কামনা করি।