টানা দুটি জয় পেয়েছে কেকেআর। জয়ের হ্যাটট্রিক পূরণ করার লক্ষ্যে আজ ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হচ্ছে কেকেআর। এবারের আইপিএলে প্রথম দু’ম্যাচে হারের পরে সর্বশেষ ম্যাচেই জয় পেয়েছে হায়দরাবাদের দলটি।
ধারে ও ভারে কেকেআরই অনেকটা এগিয়ে। তবে, একটা জ্বল্পনা-কল্পনা শুরু হয়েছে কেকেআর শিবির ঘিরে। ইডেন গার্ডেন্সে শুক্রবার কোন কোন বিদেশি ক্রিকেটারকে খেলাতে পারে নাইট ম্যানেজমেন্ট? উইনিং কম্বিনেশন ধরে রাখবে না কি ভেন্যু, পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় পরিবর্তন আনা হবে একাদশে? কলকাতায় পৌঁছার পর প্রথম ম্যাচেই কী আইপিএল অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের ব্যাটার লিটন দাসের?
প্রথম তিন ম্যাচে মোট পাঁচজন বিদেশিকে খেলিয়েছে কেকেআর। তারা হলেন- রহমানুল্লা গুরবাজ, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, টিম সাউদি ও লকি ফার্গুসন। দলে আরও তিনজন বিদেশি রয়েছেন। তারা হলেন ডেভিড ওয়াইজ, জেসন রয় এবং লিটন দাস।
এদের মধ্যে জেসন ও লিটন পরে দলের সঙ্গে যোগ দিয়েছেন। জেসন এসেছেন সাকিব আল হাসানের পরিবর্তে। ওয়াইজ ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় থাকলেও এখনও মাঠে নামতে পারেননি।
কলকাতাকে প্রথম তিন ম্যাচে ভুগিয়েছে ওপেনিং জুটি। তিন ম্যাচে তিনটি আলাদা জুটি নামানো হয়েছে। প্রথম ম্যাচে খেলেছিলেন গুরবাজ ও মানদিপ সিং। দ্বিতীয় ম্যাচে গুরবাজ ও বেঙ্কটেশ আয়ার। তৃতীয় ম্যাচে গুরবাজের সঙ্গে ওপেন করেছেন নারায়ণ জগদীশন। কিন্তু একটি জুটিও সফল হয়নি।
তাই হায়দরাবাদের বিপক্ষে আরও একবার ওপেনিং জুটিতে পরিবর্তন হতে পারে। জেসন ও লিটনের মধ্যে একজনকে খেলিয়ে দিতে পারে কেকেআর। সে ক্ষেত্রে গুরবাজের সঙ্গে তিনি ওপেন করতে নামবেন। উপমহাদেশের ক্রিকেটার হিসাবে লিটনের খেলার সম্ভাবনাই বেশি। অন্তত কলকাতার মাটিতে।
হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআর একাদশে যে চার বিদেশির খেলার সম্ভাবনা বেশি তারা হলেন গুরবাজ, লিটন, নারাইন ও ফার্গুসন। কারণ, প্রথম তিন ম্যাচে একেবারেই ছন্দে নেই রাসেল। তাই হায়দরাবাদের বিপক্ষে তাকে বসিয়ে রাখা হতে পারে। আর যদি রাসেলের ওপর ভরসা রাখেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, তাহলে ফার্গুসনকে বসতে হতে পারে বেঞ্চে।