গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে সালিক আহমদ (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ৷
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের করগ্রাম (লালুপাড়া) থেকে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নোয়াইচর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক মো.লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ করগ্রাম লালুপাড়া গ্রামের পলাতক মাদক ব্যবসায়ী হারু মিয়া চাকলাদারের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় ১শ গ্রাম গাঁজাসহ আসামি সালিক আহমদকে গ্রেপ্তার করা হয়। পরে পলাতক মাদক ব্যবসায়ী হারু মিয়া চাকলাদারের বসতঘর তল্লাশি করে খাটের নিচ থেকে আরও ৯শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
পরবর্তীতে পুলিশ বাদি হয়ে পলাতক মাদক ব্যবসায়ী হারু মিয়া চাকলাদার ও গ্রেপ্তারকৃত আসামি সালিক আহমদের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং: ২৩, তাং, ২৪/০৩/২০২৩ ইং) দায়ের করে৷
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
