গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) বিকেল ৫টায় উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নালীউড়ি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মান্না আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাদেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালিক আহমদ।
শুরুতে কোনআন তেলওয়াত করেন ছাত্রলীগ নেতা ছাব্বির আহমদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাছুম আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক বুরহান মাষ্টার, সদস্য তমিজ উদ্দিন, সৈয়দ এহতেশামুল হক, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক তাহের উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহসভাপতি শহির উদ্দিন শরিফ, ঢাকাদক্ষিন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল ফুরাত, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা শেখ জিলু।
এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ময়নুল ইসলাম রনি, দিদারুল আলম দিদার, মাহমুদ আল মারজান, ছাব্বির আহমদ, হাবিবুর রহমান শুভন, জুনেদ আহমদ, আব্দুল মুকাব্বির ছাদি, তুজার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন কবির রুবেল, মাহিন আহমদ, ছাব্বির আহমদ শফি, হাসান আহমদ, সহসম্পাদক জাবেদ , মাজেদ, সাংগঠনিক সম্পাদক মেহেদি তাহমিদ, সাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক রাফি আহমদ, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিহাদ রাজু, সহসাংগঠনিক আব্দুস সুবহান, উপজেলা ছাত্রলীগ নেতা সুহিন আহমদ, আব্দুস ছামাদ, রাহুল, সাকিল, জুনেদ আহমদ, আদনান প্রমুখ।
কর্মী সভায় ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসতে ইচ্ছুক প্রায় শতাধিক পদপ্রত্যাশীরা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তাদের জীবনবৃত্তান্ত জমা দেন।
এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
