গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার (১৩ মার্চ) রাত ৭টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর লক্ষীপাশা মোল্লারচক গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর লক্ষীপাশা মোল্লারচক গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে আব্দুল রাজ্জাক বুলু (৫৫), একই গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে আকমান আলী (৫৫), মৃত ইসমাইল আলীর ছেলে আব্দুল লতিফ (৫০), ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম খৰ্দ্দাপাড়া গ্রামের মৃত ওয়ারিছ আলীর ছেলে জামিল আহমদ (৫৫), মোঘলাবাজারের জাপা গ্রামের মৃত মোতাহির আলীর ছেলে তাজুল ইসলাম (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক পার্থ সারথী দাশের নেতৃত্বে লক্ষীপাশা ইউনিয়নের উত্তর লক্ষীপাশা মোল্লারচক গ্রামের আব্দুল রাজ্জাক বুলুর মালিকানাধীন ছাফরা ঘরের ভিতর থেকে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম তাস ও নগদ ২২২০ টাকা জব্দ করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
