গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে শব্দ দূষণ প্রতিরোধে হাইড্রোলিক হর্ন বন্ধে অভিযান পরিচালনা করেছে মডেল থানার ট্রাফিক পুলিশ।
মঙ্গলবার দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ চৌমুহনীতে অভিযান পরিচালনা করে ৩০টি ছোট-বড় গাড়ির অবৈধ হাইড্রোলিক হর্ণ অপসারণ করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ট্রাফিক বিভাগের টিআই শামসুজ্জামান এর নের্তৃত্বে অভিযান পরিচালনা করেন, সার্জেন্ট রুহান, এটিএসআই সুশীল বিশ্বাস ও এটিএসআই উগ্রসেন এসআই জামান।
এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর রুহিন আহমদ খান, ৪ নং ওয়ার্ডের কাউন্সিল এম ফজলুল আলম,গণদাবি পরিষদের সভাপতি পরিবেশবাদী আব্দুল লতিফ সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন মাহমুদ, ক্রিড়া সম্পাদক জুয়েল আহমদ, সিলেট জেলা যাত্রী কল্যান পরিষদের সভাপতি এম সিরাজুল ইসলাম, শামীম আহমদ খান, হাফিজ নরুল হক ফখরুল ইসলাম প্রমুখ।
এ ব্যপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন - শব্দ দূষণ প্রতিরোধে গাড়ি থেকে এই ধরণের হর্ন অপসারণ করা হয়েছে৷ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
