নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছেন।
তারা হলেন ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ছিলাপাঞ্জা গ্রামের আব্দুল মঈন ও তাজউদ্দিন।
শনিবার (২৫ মার্চ) ইফতারের পর শুঁটকি ও রত্মা ব্রিজের মাঝামাঝি ভাটিপড়া এলাকায় একটি সিএনজি অটোরিক্সা ও একটি মাটি উত্তোলনের এক্সভেটোর-এর মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন। এ দুর্ঘটনার খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা নবকুমার-এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে ছুটে যায়। এর পূর্বেই স্থানীয় লোকজন আব্দুল মঈন ও তাজউদ্দিনসহ দুর্ঘটনা কবলিতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মঈন ও তাজউদ্দিনকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুল মঈন ও তাজউদ্দিন তাদের খালার জানাজার নামাজ পড়ে সিএনজি অটোরিক্সাযোগে হবিগঞ্জ থেকে নিজবাড়ী বানিয়াচং ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, আমি হবিগঞ্জ শহর থেকে ফেরার পথে দূর্ঘটনাটি দেখতে পাই। তখন অনেকগুলো গাড়ি সেখানে থাকলেও কেও রোগীদের নিতে রাজি হননি। তাৎক্ষণিক আমি আমার গাড়ি দিয়ে উনাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করি। পরে আমি অন্য একটি সিএনজি নিয়ে অফিসে চলে আসি। পরে জানতে পেরেছি আহত দু'সহোদর মৃত্যু বরণ করেছেন।
