গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় এসএসসি-২০১৮ ব্যাচের পক্ষ থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে কুশিয়ারা পাড়ের ৭টি গ্রামে খাদ্য বিতরণ করা হয়।
কুশিয়ারা পাড়ের হাওরতলা, শেখপুর, ফতেহপুর, কদুপুর, গোয়াসপুর, খমিয়া পাত্তন, খাটকাই গ্রামের অসহায় মোট ১৫০ টি পারিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য বিতরণ কার্যক্রম সার্বিকভাবে সফল ও স্বার্থক করতে যারা অর্থ প্রদান ও সহযোগিতা করেন আদনান আরিফ সামি, ইবাহিম রশিদ, সাদিকুর রহমান, গোলাম কিবরিয়া জুনেদ, শাকিল আহমদ, জুয়েল আহমদ, নুমান আহমদ, ইকবাল আহমদ, ছাইদুল আহমদ, আবু ছালেহ, জায়দুল আহমদ, এ কে ফাহিম, মারুফ আহমদ, আশরাফ আহমদ, তামিম আহমদ, সাজিদ আহমদ, জুমন আহমদ, আব্দুল্লাহ আল মামুন, ইমন আহমদ প্রমুখ।
