গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে ফজর আলী লিটন নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
রোববার (১৯ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলার সদর ইউনিয়নের ইসলাম কনভেনশন হল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সে উপজেলার আমুড়া ইউনিয়নের আব্দুল কাদিরের ছেলে।
পুলিশ জানায়, রোববার গোপন সংবাদের ভিত্তি উপপরিদর্শক আহমদ হোসেন সুমন ও দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি আদালতে প্রেরণ করা হয়েছে।
