গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে শিপার আহমদ চৌধুরী নামে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি উপজেলার পৌর এলাকার মুসলেহ আহমদ চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, এসআই একলাছ মিয়ার নেতৃত্বে গোলাপগঞ্জ সিআর ১০০/২২ মামলার পরোয়ানাভুক্ত আসামি শিপারকে গ্রেপ্তার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আসামিকে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন।'
