নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, ৭নং ওয়ার্ডের সদস্য ফয়জুল ইসলাম ফয়সল, ৩নং ওয়ার্ড (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) এর সংরক্ষিত দুই বারের মহিলা সদস্য হাসিনা বেগমকে গোলাপগঞ্জ মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকেলে গোলাপগঞ্জ চৌমুহনীতে একটি গেইট নির্মাণ করা হয়েছে।
এদিকে সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, ৭নং ওয়ার্ডের সদস্য ফয়জুল ইসলাম ফয়সল, ৩নং ওয়ার্ড (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) এর সংরক্ষিত দুই বারের মহিলা সদস্য হাসিনা বেগম সবাইকে সাথে নিয়ে গোলাপগঞ্জের উন্নয়নে কাজ করে যাবেন বলে শ্রমিক নেতৃবৃন্দরা আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া গেইট নির্মাণে সার্বিক ভাবে সহযোগিতা করায় যুক্তরাজ্য প্রবাসী আজমল ইসলাম দুলুকে ধন্যবাদ জানান শ্রমিক নেতৃবৃন্দরা।
