আলোচিত সিলেট ডেস্ক : সিলেটের মোগলাবাজারে দুবাইয়ে চাকরির আশ্বাস দেখিয়ে এক যুবকের প্রায় ৪ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মানবপাচারকারী সদস্যের এক প্রতারক।
ভুক্তভোগীর কাছ থেকে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর দক্ষিণভাগ গ্রামের বাসিন্দা সৈয়দ জিতু মিয়ার ছেলে মো. হাসান আহমদ (৩০)। তিনি গেল বছরে ২১ অক্টোবর তারিখে দুবাইয়ের একটি অভিজাত হোটেলে চাকরির আশ্বাস দেখিয়ে নানা কৌশল অবলম্বন করে কয়েক ধাপে ৩ লাখ ৮০ হাজার টাকা নেন মোগলাবাজার থানাধীন ছত্রিঘর গ্রামের মৃত আব্দুল মছব্বিরের ছেলে মো. আব্দুল কাদির (৪৫) এর কাছ থেকে। পরে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী দুবাই যাওয়ার পর কাজ না দিয়ে একঘরে আটকে রেখে নিপীড়ন চালানো হয়। একপর্যায়ে এ অত্যাচার সহ্য না করতে পেরে দেশে ফেরত আসেন তিনি এবং আদালতে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী আব্দুল কাদির জানান, থাকা-খাওয়ার নিশ্চয়তা ও দুই বছর মেয়াদের ভিসার আশ্বাসে তাকে দুবাই নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে কথার সঙ্গে কাজের কোনো মিল পাওয়া যায়নি। দেশ থেকে আর্থিক সহযোগীতা নিয়ে কোনোরকমে ৫ মাস সেখানে অবস্থান করেন তিনি। হাসান আহমদকে বার বার কাজের তাগিদ দেওয়া হলেও নানাভাবে কথা এড়িয়ে যান তিনি। একপর্যায়ে হুমকি-ধামকিও দিতে থাকেন। পরে কোনো উপায়ান্তর না পেয়ে ১১ জুলাই দেশে ফেরত আসেন কাদির।
দেশে আসার পর গত ২১ আগস্ট আব্দুল কাদির মানবপাচার অপরাধ ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেন (মামলা নং-৫০/২২)। আদলত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করতে সিলেট নগরীর কোতোয়ালী থানাকে নির্দেশ প্রদান করেছেন।
আব্দুল কাদির আরও জানান, হাসান আহমদ আরও অনেকের সাথেই এরকম প্রতারণা করেছেন বলে জানতে পেরেছেন তিনি।
