কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কৃতি সন্তান লিডিং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মাওঃ জিয়াউর রহমান ডক্টরেট ডিগ্রি অর্জন করায় কোম্পানীগঞ্জের গ্রীণ বার্ড একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার গ্রীন বার্ড একাডেমির হল রুমে একাডেমীর চেয়ারম্যান সাজিদুর রহমানের সভাপতিত্বে ও হাফিজ আব্দুল গফ্ফার সুলতানের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর মাও. মুহাম্মদ জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী সালিশ ব্যক্তিত্ব মাষ্টার রুহুল আমীন, বিশিষ্ট আলেমে দ্বীন সৌদি প্রবাসী মাওঃ তাহির আলী, একাডেমীর প্রিন্সিপাল মাওঃ মাহবুবুর রহমান, একাডেমীর ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী জফুর আহমদ, একাডেমির এম.ডি শাহাব উদ্দিন, দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দিন মেম্বার , মাওঃ মুখলিছুর রহমান, কাজী আব্দুল মুকিত, হাফিজ শিব্বির আহমদ, হাঃ বদরুল আমীন, আতিকুর রহমান, একাডেমীর ভাইস প্রিন্সিপাল আব্দুল ওয়াহিদ।
অনুষ্ঠানে মাত্র ৬ মাস ১৬ দিনে পবিত্র কুরআন শরীফ হিফয সম্পন্ন করায় হাঃ মিজানুর রহমানের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তার পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন হাঃ মিজানুর রহমানের গর্বিত পিতা জফুর আহমদ।
সংবর্ধিত অতিথি ড. মুহাম্মদ জিয়াউর রহমান বলেন, শিক্ষার মাধ্যমেই মানুষ সৃষ্টির সেরায় পরিণত হয়। আমাদের বিনিয়োগের সর্বোচ্চ জায়গা হলো শিক্ষা। তাই শিক্ষা বিস্তারের আমাদের সবাইকে ভূমিকা পালন করতে হবে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখব।
