নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের গন্ধ্যা নামক স্থানে অটোরিকশার চাপায় জুহা (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর বেলা দুইটায় নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের গন্ধ্যাস্থ টেলিফোন অফিসের সামনে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ছাত্রী জুহাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ অক্টোবর বিকেলে শিশুটি মারা যায়।
সোমবার দুপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
