কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সুনামধন্য আল-বারাকাহ মুহাম্মদীয়া ইসলামিয়া গৌরীনগর মাদ্রাসার জেনারেল কমিটির সিদ্ধান্তে আল-ফয়েজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বর্তমান আল-বারাকাহ মুহাম্মদীয়া ইসলামিয়া মাদ্রাসার রূপকার হাফিজ মাওলানা ফয়জুর রহমানকে আল-বারাকাহ মাদ্রাসার মুহতামিম নিযুক্ত করা হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে আল-বারাকাহ মাদ্রাসা জেনারেল কমিটির উপস্থিতিতে ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা ফারুক আহমেদ নিয়োগপ্রাপ্ত মুহতামিম হাফিজ মাওলানা ফয়জুর রহমানকে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার দায়িত্ব বুঝিয়ে দেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীনগর গ্রামের বিশিষ্ট মুরব্বী ও মাদ্রাসার উপদেষ্টা কমিটির সদস্য নুরুর রশীদ, এসময় উপস্থিত ছিলেন ম্যানিজিং কমিটি সভাপতি মনির উদ্দীন, ম্যানেজিং কমিটির সদস্য হাজ্বী ইবরাহিম, আলা উদ্দিন, মুরব্বি ইয়াজ আলী, সিরাজুল ইসলাম সিরি, নুর।
এছাড়া আরো এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাদ্রাসা কমিটি ও স্থানীয়রা বলেন, আল-বারাকাহ মাদ্রাসা এখন যোগ্য, প্রাজ্ঞ এবং বিচক্ষণ একজন ব্যক্তিকে মুহতামিম হিসেবে পেয়েছে তাই আমরা আশাবাদী তাঁর যোগ্য ও বিচক্ষণ নেতৃত্বের দ্বারা মাদ্রাসার উন্নতি ও উত্তরোত্তর সমৃদ্ধি হবে।
উল্লেখ্য, হাফিজ মাওলানা ফয়জুর রহমান জামেয়া মুশাহিদিয়া ক্বাসিমুল উলুম খাগাইল মাদ্রাসার সাবেক নাইবে মুহতামিম ও পরবর্তী সময়ে ম্যানিজিং কমিটির সভাপতির দায়িত্ব আঞ্জাম দেন সুচারু ও সুশৃঙ্খলভাবে। পাশাপাশি তিনি কোম্পানীগঞ্জ উপজেলার বিদগ্ধ আলিম ও হাফিজদের মধ্যে অন্যতম একজন বিদগ্ধ ব্যক্তিত্ব ও শিক্ষা-সচেতন একজন পরোপকারী প্রবাদ পুরুষ। তিনি উত্তর সিলেটের বিখ্যাত আলিমে দ্বীন জামেয়া মুশাহিদিয়া ক্বাসিমুল উলুম খাগাইল মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আব্দুল লতীফ উরফে ‘হুরু’ মেসাবের দ্বিতীয় সাহেবজাদা।
আলিম পরিবারে জন্ম নেওয়া এ মহান ব্যক্তিত্ব শিক্ষা বিস্তারে নানা পদক্ষেপের সাথে সম্পৃক্ত। উন্নয়নমুখী বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত। তিনি আল- ফয়েজ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গরীব-অসহায়দের সহযোগিতাসহ সমাজ ও শিক্ষার বিস্তারে নানামুখী কর্মসূচি পরিচালনায় সম্পৃক্ত। তিনি ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সমন্বিত শিক্ষা ব্যবস্থার প্রবর্তনের স্বপ্ন লালন করেন। জামেয়া মুশাহিদিয়া খাগাইল মাদ্রাসায় শিক্ষকতার সময়ে তিনি সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালুকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরই ধারাবাহিকতায় একসময় প্রতিষ্ঠা করেছিলেন আল-ফয়েজ প্রি -ক্যাডেট মাদ্রাসা। আমরা দুআ করি আল্লাহ পাক রাব্বুল আলামীন তাঁর মাধ্যমে এই মাদ্রাসাকে উন্নতি দান করুন। তাঁর জ্ঞান ও প্রজ্ঞার সঠিক মূল্যায়ন করে তাঁর থেকে উপকৃত হওয়ার তাওফিক দান করুন।
এর আগে গত সোমবার (১৯ সেপ্টেম্বর)
আল-ফয়েজ ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা রশীদ আহমদ, সিনিয়র কো-চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ সাজিদুর রহমান, কো-চেয়াম্যান ও কমিউনিটি নেতা হাফিজ আব্দুল মুবিন, কো-চেয়ারম্যান ও লিডিং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ ও দক্ষিণ রণিখাই ইউনিয়নের জনপ্রতিনিধি (মেম্বার) মাওলানা মাহবুবুর রহমান, সদস্য মাওলানা কয়েস আহমদ, সাধারণ সম্পাদক ইমরান হুসাইন সেলিম ও সদস্য মাওলানা এখলাছুর রহমান সহ মাদ্রাসা কমিটির দায়িত্বশীল ও স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে হাফিজ মাওলানা ফয়জুর রহমানকে আল-বারাকাহ মাদ্রাসার মুহতামিম নিযুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
