জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষানুরাগী সদস্য পদে মনোনয়ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ব্যবস্থাপনা কমিটির সভায় শিক্ষানুরাগী সদস্য পদে অনেকের নাম প্রস্তাব করা হয়। এই বিষয়ে সভায় কোন সিদ্ধান্ত হয় নাই।
কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অতি উৎসাহী ব্যক্তিগণ যেভাবে শিক্ষানুরাগী সদস্য পদ মনোনয়ন নিয়ে প্রচার-প্রচারনা করছেন, এ নিয়ে স্থানীয় এলাকাবাসির মধ্যে মিশ্র প্রতিক্রয়া দেখা দিয়েছে। অনেকেই এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। স্কুল কমিটির সদস্য সহ স্থানীয় সচেতন মহলের মাঝেও চাপা অসন্তোষ বিরাজ করছে।
এবিষয়ে জৈন্তাপুর রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাস বলেছেন, শিক্ষানুরাগী সদস্য পদে কোন সিদ্ধান্ত হয় নাই।
