গোলাপগঞ্জ প্রতিনিধি : ৮দিন পর
গোলাপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনা আহত লিয়াকত আলী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
লিয়াকত আলী উপজেলার সদর ইউনিয়নের কাইয়াটিকি উত্তর গোয়াসপুর গ্রামের মোসকন আলীর ছেলে। তিনি ইসলাম ব্রাদার্স কনভেনশন হলের মালিক ছিলেন।
উল্লেখ, গত (১৩ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী ইসলাম ব্রাদার্স কনভেনশন হলের সামনে গোলাপগঞ্জ থেকে ছেড়ে আসা অপর একটি মোটরসাইকেলের ধাক্কায় নিজ কনভেনশন হলের সামনে মারাত্মক আহত হোন তিনি।
