বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজারে ৮৫ হাজার টাকার জাল নোটসহ সুনাম উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা এলাকায় অভিযান চালিয়ে জাল টাকার নোটসহ তাকে আটক করা হয়।
আটককৃত বৃদ্ধ উপজেলার বাহাদুরপুর বাঘ প্রচন্ড খা গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোস্তাকসহ একদল পুলিশ জাল টাকার নোটসহ সুনাম উদ্দিনকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুই বান্ডিল ৫শত টাকার জাল নোট জব্দ করা হয়। জাল নোটের দুইটি বান্ডেল একটির মধ্যে ৯৬ টি ও অপরটিতে ৭৪ টি নোট ছিল। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জাল নোটের কারবারের সাথে যুক্ত রয়েছে বলে স্বীকার করেছে।
এঘটনায় বিয়ানীবাজার থানার এসআই মোস্তাক আহমদ বাদি হয়ে আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
