নিজস্ব প্রতিবেদক : গোয়াইনঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে হাসান আহমদ (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে গোয়াইনঘাট উপজেলায় সিলিং এর কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সে মারা যায়।
নিহত যুবক উপজেলার বাঘা ইউনিয়নের
গোলাপনগর পশ্চিমগাঁও গ্রামের প্রবাসী দারা মিয়ার ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় যুবক মাহবুবুল্লাহ লুৎফেগীর।
জানা যায়, গত সোমবার গোয়াইনঘাট উপজেলায় সিলিং এর কাজ করতে গিয়ে সে বিদ্যুৎপৃষ্ট হয়। এরপর তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ বুধবার বাদ আসর বাঘা গোলাপনগর মোকাম টিলা মাঠে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়।
