নিজস্ব প্রতিবেদক : আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ওয়ার্ডের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে সোমবার (২৬ সেপ্টেম্বর)। প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীদের প্রচারণা শুরু করেছেন। তবে এটি অন্যান্য সাধারণ নির্বাচনের মতো না হওয়ায় প্রচার-প্রচারণায় সাধারণ মানুষের অংশগ্রহণ খুব কম।
এ নির্বাচনের ভোটার হচ্ছেন সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদসমূহের নির্বাচিত জনপ্রতিনিধিগণ। তারাই ভোট দিয়ে নির্বাচিত করবেন জেলা পরিষদের সংরক্ষিত ৫টি আসনে কারা হবেন নারী সদস্য এবং কারা হবেন পরিষদের সাধারণ সদস্য।
জেলা নির্বাচন অফিসার সিলেট মোহাম্মদ শুকুর মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
সাধারণ ৭নং ওয়ার্ডের প্রার্থী গোলাপগঞ্জের কেওটকোনা গ্রামের অ্যাডভোকেট এম. মুজিবুর রহমান মুজিব পেয়েছেন তালা মার্কা প্রতীক, আমনিয়া গ্রামের মো. ফজলুর রহমান জসিম পেয়েছেন ঘুড়ি প্রতীক, দাড়িপাতন গ্রামের মো. ফয়জুল ইসলাম ফয়ছল বৈদ্যুতিক পাখা, রুস্তমপুরের স্যায়িদ আহমদ সুহেদ অটোরিক্সা প্রতীক পেয়েছেন।
