গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে রিয়াজ আহমদ (২০) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার পৌর এলাকার ঘোষগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ১১ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে।
সে পৌর এলাকার ঘোষগাঁও গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। সে সিএনজি অটোরিকশা চালক।
তার মা বলেন- আমি পাশের একটি বাড়িতে কাজ করি। দুপুর ২টার দিকে আমার ছেলে আমাকে জোর করে ওই বাড়িতে ভাত আনতে পাঠায়৷ ৩টার দিকে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পাই। ঘরের দরজা বন্ধ দেখে আমি চিৎকার শুরু করি। পরে ঘরের দরজা খুলার পর দেখি ছেলের ঝুলন্ত লাশ। ঝুলন্ত অবস্থা থেকে লাশ মাটিতে পড়ে যায়। এরপর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই সুরঞ্জিত বলেন- খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পৌঁছেছি।
