গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে "সূচনা অপুষ্টি চক্র প্রতিরোধে একটি প্রয়াস" স্লোগানে এফসিডিও ও ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায়, আরডিআরএস বাংলাদেশ সূচনা কর্তৃক ইউনিয়ন পরিষদের সাথে পুষ্টি সংবেদনশীল সামাজিক সুরক্ষা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সূচনার গভর্নেন্স কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা সেলিম রেজার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক।
এসময় উপস্থিত ছিলেন- ইউপি সচিব মো. ফয়জুল ইসলাম, ইউপি সদস্য এনাম উদ্দিন, হেলাল উদ্দিন খান, সামছুল আলম কয়েছ, আতিকুর রহমান, আবুল কাশেম, জাহিদুর রহমান মৌলা, উস্তার আলী, সালমান কাদের দিপু, হাবিবুর রহমান সারুক, সংরক্ষিত মহিলা সদস্য হাজেরা বেগম পাপিয়া, আফিয়া বেগম, আয়ারুন নেছা।
