আলোচিত সিলেট ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ বাংলাদেশিসহ ৪ জন।
শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টায় নিউজার্সির লিটল ফলসের উডহল অ্যাভিনিউ ও নিউওয়ার্ক পম্পটন টার্নপাইকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার আহমদ (১৯) ও শাকিল আলী (১৯) দুজনের গ্রামের বাড়ি সিলেটের মৌলভীবাজারে। গুরুতর আহত এক বাংলাদেশির বাড়ি পাবনা জেলায় এবং আরেক জনের পরিচয় জানা সম্ভব হয়নি। আহত অপর দুইজন স্প্যান ও আমেরিকার বাসিন্দা।
এদিকে আহত ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় নিউজার্সির প্যাটারসনে সেইন্ট জোসেফ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
