নিজস্ব প্রতিবেদক : সিলেট ছিনতাইকারীর ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
আজ বুধবার ( ২৪ অক্টোবর ) রাত সোয়া ৮টার দিকে রেলওয়ে স্টেশন এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
তিনি ভোলা জেলার শ্যামপুর থানার তোফাজ্জল হোসেনের ছেলে এবং সীমান্তিক সিলেটে চাকরি করেন।
পুলিশ এবং সীমান্তিক সূত্রে জানা গেছে , রাত সোয়া ৮টার দিকে হুমায়ুন চত্বর থেকে ফাঁড়ি পথে এগিয়ে যাওয়ার সময় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের ও দক্ষিণ সুরমা থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানানা, এখনো তারা বিস্তারিত জানতে পারেন নি। নতুন কোন তথ্য পেলে গণমাধ্যমকে জানানো হবে। লাশ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আর সীমান্তিকের চেয়ারম্যান শামীম আহমদ জানিয়েছেন, আনোয়ার হোসেন সীমান্তিক ব্রাম্মণবাড়িয়া অফিসে দায়িত্ব পালন করছিলেন। সংস্থাটির প্রধান কার্যালয়ে দাফতরিক কাজে সিলেট আসছিলেন। হুমায়ুন চত্ত্বর থেকে ফাঁড়ি পথে যাওয়ার সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাহত করে পালিয়ে যায়।
