গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে গলায় ফাঁস দিয়ে রাব্বি আহমদ সালমান (২০) নামে এক তরুণ আত্মহত্যা করেছেন।
শনিবার (৬ আগস্ট) রাতে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের চৌমুহনীতে একটি দোকানের বারান্দার সাথে সে ফাঁস দেয়। আজ রোববার সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
সে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের মো. সোনাহর আলীর পুত্র।
পুলিশ জানায়, পরিবারের সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।
