নিউজ ডেস্ক : সুনামগঞ্জের ছাতকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধনে আওয়ামীলীগ নেতা শামিম চৌধুরীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির জিলানীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে৷
গতকাল বুধবার (১৭ আগস্ট) রাতে উপজেলার রায়সন্তোসপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় জিলানীর মা-বাবা ও দুই ভাইয়ের ওপর হামলা করা হয়৷ দেশীয় অস্ত্র দিয়ে জিলানীর দুই ভাইকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
জানা যায়, গত ১৫ আগস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে উপজেলা ছাত্রদল। এসময় উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির জিলানী স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতা শামিম চৌধুরীর অপকর্মের বিরুদ্ধে বক্তব্য দেন এবং থাকে ফ্যাসিস্ট, চোরসহ তার বিরুদ্ধে নানান স্লোগান দেন। এরই জের ধরে গতকাল ১৭ আগস্ট ১০/১৫ জন ব্যাক্তি মুখে কালো মাস্ক পড়ে জিলানীর বাড়িতে এসে হামলা চালায়। এঘটনায় জিলানীর মা-বাবা ও দুই ভাইয়ের ওপর হামলা করা হয়৷ দেশীয় অস্ত্র দিয়ে জিলানীর দুই ভাইকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
এবিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন রায়সন্তোসপুর গ্রামে দুই ভাইকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে খবর শুনে আমাদের পুলিশের ঠিম সেখানে পাঠিয়েছি ঘটনা তদন্ত করে আসামীদের আইনের আওতায় আনা হবে!
