নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৮ বছর পর মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদের সহযোগিতায় দেশে ফেরা গোলাপগঞ্জের সেই প্রবাসী সুলেমান আহমদ মারা গেছেন।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।
আগামীকাল শুক্রবার ১৯ আগস্ট সকাল ১০ টায় পৌর এলাকার স্বরস্বতী বেলাশাহ জামে মসজিদ সংলগ্ন মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
জানা যায়, সুলেমান আহমদ দীর্ঘ ১৮ বছর সৌদি আরবে ছিলেন। গত ১ বছর আগে তিনি সৌদি আরবের মাঠিতে প্যারালাইজড রোগে আক্রান্ত। সেখানে তিনি ঘরবন্দি ছিলেন। তার দেখাশুনা করেন তার রুমের সহযোগীরা৷ যত সময় যায় তার অসুস্থতা বাড়তে থাকে। তার সহযোগীরা তাকে দেশে পাঠানোর জন্য পরিবারের সাথে বার বার যোগাযোগ করতে থাকেন। কিন্তু কোন ভাবে দেশে পাঠানো সম্ভব হচ্ছিলনা। এরপর দেশে থাকা তার ছোট ভাই রেদোয়ান আহমদ মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদের সাথে যোগাযোগ করেন। মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদের সহযোগিতায় শেষ পর্যন্ত তিনি গত ৫ আগস্ট দেশে ফিরেন। দেশে আসার পর তার অবস্থার আরো অবনতি হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মৃত্যুুর কোলে ঢলে পড়েন।
এদিকে তার মৃত্যু মধ্যপ্রাচ্য প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
