নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে মো. ফারছু মিয়া (২২) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ৮ টার দিকে
পৌর এলাকার রাজাবাদ গ্রামে অভিযান চালিয়ে
তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি রাজাবাদ গ্রামের সাফি মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের রাজাবাদ গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে
সামাদুল হক ইমন (২২) তাদের বসত বাড়ীতে কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। অপর একজন পালিয়ে যায়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাবাদ গ্রাম থেকে অভিযান চালিয়ে ৩৯ পিচ ইয়াবা সহ এক জনকে গ্রেপ্তার করা হয়েছে অপর জন পালিয়ে গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
